ইউক্রেনীয় ও রুশ বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৭
-
Reporter Name
-
আপডেট টাইম :
০৭:১৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
-
৪৩
বার
ইউক্রেনীয় ও রুশ বাহিনী বৃহস্পতিবার ড্রোন ও আর্টিলারি দিয়ে পাল্টাপাল্টি হামলা করেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। যুদ্ধক্ষেত্রের উভয় পক্ষের আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, একটি ইউক্রেনীয় ড্রোনের হামলায় দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় দুজন নিহত হয়েছে এবং দক্ষিণ খেরসন অঞ্চলে ইউক্রেনীয় গোলার আঘাতে আরো দুজন নিহত হয়েছে।
রাশিয়ার নিযুক্ত জাপোরিঝিয়ার প্রধান ইভজেনি বালিটস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, একটি বেসামরিক গাড়ির ওপর হামলার ফলে একজন পুরুষ এবং একজন নারী নিহত হয়েছেন। এতে তাঁদের চারটি ছোট শিশু এতিম হয়েছে। শিশুদের যত্ন নেওয়া হবে এবং মানসিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি রাশিয়ার নিযুক্ত খেরসন অঞ্চলের প্রধান ভ্লাদিমির সালদো আলাদাভাবে বলেছেন, দিনিপ্রানি গ্রামে ইউক্রেনের গোলায় আরো দুজন নিহত হয়েছে।
অন্যদিকে দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় প্রধান ভাদিম ফিলাশকিন বলেছেন, উদাচনে গ্রামে পৃথক গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছে। এ ছাড়া গোলাবর্ষণের চূড়ান্ত পরিণতি এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন তিনি।ক্রেমলিন ২০২২ সালের শেষের দিকে উভয় অঞ্চলকে সংযুক্ত করার দাবি করেছে। যদিও রুশ বাহিনী এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জনের জন্য লড়াই করছে।
দুটি যুদ্ধক্ষেত্রে ২০২২ ও ২০২৩ সালের গ্রীষ্মে তীব্র লড়াই হয়েছে। সে সময় ইউক্রেন একটি পাল্টা আক্রমণ শুরু করেছিল, যা জাপোরিঝিয়াতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যুদ্ধের প্রভাব তখন থেকে পূর্ব দোনেৎস্ক অঞ্চলে বেড়েছে, যেটিকে রুশ ভূখণ্ড হিসেবে মস্কোও দাবি করে।
Tag :