ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আলোড়ন তুলেছে ট্রাম্প-হ্যারিসের কুকি পোল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৫২ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আলোড়ন তুলেছে অভিনব এক জরিপ। যার নাম দেওয়া হয়েছে কুকি পোল বা বিস্কুট জরিপ।দেশটির মিনেসোটার এক বেকারিতে ৪০ বছর ধরে চলছে জনমত যাচাইয়ের মজার এই পদ্ধতি।

এনবিসি নিউজ জানিয়েছে, হ্যানিশ বেকারি এণ্ড কফি শপে অভিনব এই জরিপ চালানো হচ্ছে। এবারও নির্বাচনের আগে প্রধান দুই প্রার্থীর নামযুক্ত ট্রাম্প ও হ্যারিস বিস্কুট বিক্রি করা হচ্ছে। আশ্চর্যজনক বিষয় হলো, গত চার দশকের সব নির্বাচনে যে প্রার্থীর কুকি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তিনিই নাকি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

১২ সপ্তাহের জরিপের ফলাফল অনুসরণ করে বেকারিটি টিকটকে এক পোস্টে জানিয়েছে, গত সপ্তাহের সোমবার পর্যন্ত তারা সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম সম্বলিত ৬ হাজার ৭৪৩টি কুকি বিক্রি করেছেন। আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের কুকি বিক্রি করেছেন ৩ হাজার ৩৮৫টি।

 

দুই প্রার্থীর ভক্তদের অনেকেই অবশ্য এই জরিপ অনুসরণ করে থাকেন। কেউ কেউ জানিয়েছেন, তারা কুকি পোলের ফলাফলে বেশি বিশ্বাসী। অনেকেই আবার এই কুকি পোলের ফলাফলকে গুরুত্ব সহকারে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারপরও মজার এই জরিপে অংশ নেন ভক্তরা।

বেকারির মালিক বিল হ্যানিশ বলেন, তার বেকারিতে কুকি পোল শুরু হয়েছিল ১৯৮৪ সালে। এ বছর হলো একাদশ কুকি পোল।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমরা বাটারক্রিম কুকিজের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রচারের একটি মজার উপায় হিসেবে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনী কুকি পোল করছি!! যারা কুকিজ উপভোগ করেছেন এবং তাদের প্রার্থীকে মিষ্টিভাবে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ!!!’

এর আগে শুধু ২০২০ সালেই বেকারিটি প্রায় ১৮ হাজার নির্বাচনী কুকি বিক্রি করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আলোড়ন তুলেছে ট্রাম্প-হ্যারিসের কুকি পোল

আপডেট টাইম : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আলোড়ন তুলেছে অভিনব এক জরিপ। যার নাম দেওয়া হয়েছে কুকি পোল বা বিস্কুট জরিপ।দেশটির মিনেসোটার এক বেকারিতে ৪০ বছর ধরে চলছে জনমত যাচাইয়ের মজার এই পদ্ধতি।

এনবিসি নিউজ জানিয়েছে, হ্যানিশ বেকারি এণ্ড কফি শপে অভিনব এই জরিপ চালানো হচ্ছে। এবারও নির্বাচনের আগে প্রধান দুই প্রার্থীর নামযুক্ত ট্রাম্প ও হ্যারিস বিস্কুট বিক্রি করা হচ্ছে। আশ্চর্যজনক বিষয় হলো, গত চার দশকের সব নির্বাচনে যে প্রার্থীর কুকি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তিনিই নাকি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

১২ সপ্তাহের জরিপের ফলাফল অনুসরণ করে বেকারিটি টিকটকে এক পোস্টে জানিয়েছে, গত সপ্তাহের সোমবার পর্যন্ত তারা সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নাম সম্বলিত ৬ হাজার ৭৪৩টি কুকি বিক্রি করেছেন। আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের কুকি বিক্রি করেছেন ৩ হাজার ৩৮৫টি।

 

দুই প্রার্থীর ভক্তদের অনেকেই অবশ্য এই জরিপ অনুসরণ করে থাকেন। কেউ কেউ জানিয়েছেন, তারা কুকি পোলের ফলাফলে বেশি বিশ্বাসী। অনেকেই আবার এই কুকি পোলের ফলাফলকে গুরুত্ব সহকারে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারপরও মজার এই জরিপে অংশ নেন ভক্তরা।

বেকারির মালিক বিল হ্যানিশ বলেন, তার বেকারিতে কুকি পোল শুরু হয়েছিল ১৯৮৪ সালে। এ বছর হলো একাদশ কুকি পোল।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমরা বাটারক্রিম কুকিজের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রচারের একটি মজার উপায় হিসেবে রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচনী কুকি পোল করছি!! যারা কুকিজ উপভোগ করেছেন এবং তাদের প্রার্থীকে মিষ্টিভাবে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ!!!’

এর আগে শুধু ২০২০ সালেই বেকারিটি প্রায় ১৮ হাজার নির্বাচনী কুকি বিক্রি করেছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।