ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘অচেনা হৃদয়’-এর জন্য শুভ কামনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৪৯০ বার

নতুন পরিচালক এস আই খান পরিচালিত প্রথম ছবি ‘অচেনা হৃদয়’-এর জন্য চলচ্চিত্র ব্যক্তিত্বরা শুভ কামনা জানালেন। ছবির প্রযোজক, পরিচালক, শিল্পী ও সংগীত পরিচালক চাইলেন আশীর্বাদ। রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবের বেঙ্গল লাউঞ্জে ‘অচেনা হৃদয়’-এর মুক্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আড্ডার। নতুন প্রযোজনা সংস্থা ফিল্ম লাইট প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘অচেনা হৃদয়’ ২২শে মে মুক্তি পাচ্ছে। ‘অচেনা হৃদয়’-এর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য, টেলিভিশন ব্যক্তিত্ব শহীদুল আলম সাচ্চু এবং পরিচালক গোলাম রব্বানী বিপ্লব। ‘অচেনা হৃদয়’-এর জন্য সবার কাছে দোয়া চান ছবির পরিচালক আইএস খান, নিবেদক এনায়েত আকবর মিলন, নতুন নায়ক সুমন, ভিলেন টাইগার রবি এবং ছবির সংগীত পরিচালক বেলাল খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা প্রসূন আজাদ, চলচ্চিত্র
প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন দিলু, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, এমএ আউয়াল, চন্দন চৌধুরী, চলচ্চিত্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম সহ অনেকেই। সবাই ‘অচেনা হৃদয়’ ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করে ছবির সাফল্য কামনা করেন। আসিফ ইকবাল প্রযোজিত ভালবাসার ছবি ‘অচেনা হৃদয়’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সুমন ও প্রসূন আজাদ। তাদের সঙ্গে রয়েছেন শর্মিলী আহমেদ, সুব্রত, রেহানা জলি, টাইগার রবি এবং বিশেষ একটি চরিত্রে ইমন। ‘অচেনা হৃদয়’-এর কাহিনী লিখেছেন মাসুদ হাসান ও অঞ্জন সরকার জিমী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক এস আই খান নিজেই। ছবির চিত্রগ্রহণ করেছেন পনির আহমেদ, সম্পাদনা সামির আহমেদ, সংগীত বেলাল খান ও পিন্টু ঘোষ, আবহ সংগীত মীর মাসুম। পরিচালক এস আই খানের গুরু শহীদুল আলম সাচ্চু ‘অচেনা হৃদয়’ নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করে বলেন, ছবিটি দেখে সবার ভাল লাগবে এবং মনে হবে না এটা কোন নতুন পরিচালকের নির্মাণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

‘অচেনা হৃদয়’-এর জন্য শুভ কামনা

আপডেট টাইম : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫

নতুন পরিচালক এস আই খান পরিচালিত প্রথম ছবি ‘অচেনা হৃদয়’-এর জন্য চলচ্চিত্র ব্যক্তিত্বরা শুভ কামনা জানালেন। ছবির প্রযোজক, পরিচালক, শিল্পী ও সংগীত পরিচালক চাইলেন আশীর্বাদ। রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবের বেঙ্গল লাউঞ্জে ‘অচেনা হৃদয়’-এর মুক্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আড্ডার। নতুন প্রযোজনা সংস্থা ফিল্ম লাইট প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘অচেনা হৃদয়’ ২২শে মে মুক্তি পাচ্ছে। ‘অচেনা হৃদয়’-এর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য, টেলিভিশন ব্যক্তিত্ব শহীদুল আলম সাচ্চু এবং পরিচালক গোলাম রব্বানী বিপ্লব। ‘অচেনা হৃদয়’-এর জন্য সবার কাছে দোয়া চান ছবির পরিচালক আইএস খান, নিবেদক এনায়েত আকবর মিলন, নতুন নায়ক সুমন, ভিলেন টাইগার রবি এবং ছবির সংগীত পরিচালক বেলাল খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা প্রসূন আজাদ, চলচ্চিত্র
প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন দিলু, চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, এমএ আউয়াল, চন্দন চৌধুরী, চলচ্চিত্র ব্যবসায়ী সিরাজুল ইসলাম সহ অনেকেই। সবাই ‘অচেনা হৃদয়’ ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করে ছবির সাফল্য কামনা করেন। আসিফ ইকবাল প্রযোজিত ভালবাসার ছবি ‘অচেনা হৃদয়’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সুমন ও প্রসূন আজাদ। তাদের সঙ্গে রয়েছেন শর্মিলী আহমেদ, সুব্রত, রেহানা জলি, টাইগার রবি এবং বিশেষ একটি চরিত্রে ইমন। ‘অচেনা হৃদয়’-এর কাহিনী লিখেছেন মাসুদ হাসান ও অঞ্জন সরকার জিমী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক এস আই খান নিজেই। ছবির চিত্রগ্রহণ করেছেন পনির আহমেদ, সম্পাদনা সামির আহমেদ, সংগীত বেলাল খান ও পিন্টু ঘোষ, আবহ সংগীত মীর মাসুম। পরিচালক এস আই খানের গুরু শহীদুল আলম সাচ্চু ‘অচেনা হৃদয়’ নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করে বলেন, ছবিটি দেখে সবার ভাল লাগবে এবং মনে হবে না এটা কোন নতুন পরিচালকের নির্মাণ।