ভোলা-৪ আসন আ. লীগ মাঠে বিএনপি ঘরে, জাপা নড়েচড়ে

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অনেক আগে থেকেই মাঠে রয়েছে। বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আর ঘরে বসে। জাতীয় পার্টিও (জাপা) নড়াচড়া শুরু করেছে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি তাঁর নির্বাচনী এলাকায় প্রায় চার হাজার কোটি টাকার উন্নয়নকাজ করেছেন। চরফ্যাশন ও মনপুরায় বিদ্যুতায়নসহ বেশ কিছু অকল্পনীয় উন্নয়ন তাঁর তত্ত্বাবধানে হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, এ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির বিকল্প আওয়ামী লীগে কেউ নেই। আগামী নির্বাচনে জ্যাকব বিপুল ভোটে বিজয়ী হবেন—এটাই প্রত্যাশা করে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন, চরফ্যাশন ও মনপুরায় জ্যাকব যে উন্নয়ন করেছেন স্বাধীনতার ৪৬ বছরেরও তা হয়নি। উন্নয়ন দিয়ে তিনি অনেক এগিয়ে গেছেন। উন্নয়নে খুশি হয়ে সাধারণ জনগণ ব্যাপক ভোটের ব্যবধানে তাঁকে বিজয়ী করবে।

গত ১৮ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংসদ নির্বাচনে বিজয়ী হতে এবং দলকে আরো শক্তিশালী করতে সব অঙ্গসংগঠনকে কমিটি গঠনের নির্দেশ দেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। তিনি ২১টি ইউনিয়নের ১৮৯টি ওয়ার্ডে নেতাদের সাংগঠনিক শক্তি বাড়ানো তাগিদ দেন। একেই সঙ্গে যে ওয়ার্ডগুলোতে সভাপতি, সম্পাদকসহ নেতারা নিষ্ক্রিয় সেই ওয়ার্ডগুলো পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়।

উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, ‘বিএনপির লুটপাটের রাজনীতি বন্ধ হয়ে গেছে। ইতিহাসের বিরল উন্নয়ন দিয়ে চরফ্যাশন ও মনপুরায় চমক লাগিয়ে দিয়েছি। জনগণ আগামী নির্বাচনে আমাদের বিপুল ভোটের ব্যবধানে বিজয় করবে ইনশাআল্লাহ।’

এদিকে নির্বাচন নিয়ে বিএনপি প্রকাশ্যে কিছু না বললেও বিজয়ের ব্যাপারে তারাও আশাবাদী। চরফ্যাশন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি নাজিম উদ্দিন আলম বলেন, ‘আমার মনোনয়ন নিয়ে কোনো টেনশন নেই। বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত। তবে ভোটের সুস্থ পরিবেশ নেই। আগে সন্ত্রাসমুক্ত করতে চাই। আমাদের দাবি মেনে নিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তবে খালেদা জিয়াকে মুক্ত না করে নির্বাচনে যাব না।’

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হলে আমরা বিজয়ী হব। রাষ্ট্রীয় কারণে চরফ্যাশনে বিএনপির বিজয় হবে।’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিএনপি থেকে মনোনয়ন চান বলে এলাকায় চাউর হয়েছে। স্থানীয় ছেলের অধিকার নিয়ে এ্যাডভোকেট সিদ্দিক উল্যাহও নিজেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলে দাবি করেন। তিনি বলেন, ‘দলীয় কার্মকাণ্ড বিবেচনা করে আশা করি দল আমাকেই নমিনেশন দেবে।’

এদিকে এ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘আমরা উপজেলায় নতুন কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। তিনি পল্লী বন্ধু এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, জাতীয় পার্টি দীর্ঘ ৯ বছর ক্ষমতায় ছিল। দেশে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের বিবেচনায় মানুষ এরশাদের লাঙল মার্কায় ভোট দেবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর