শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় ৩০ জন নিহত

হাওর বার্তা ডেস্কঃ শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাপল  ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। এই শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পারু নাগরোহো জানান, ভূমিকম্পে ৩০ জন মারা গেছে। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে অনেক ভবন ধসে গেছে বলে খবর এসেছে।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার একটু আগে সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপর সমুদ্র উপকূলীয় ওই শহরটিতে সুনামিও আঘাত হেনেছে। সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় ৫ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর