বিএনপি আগামী জাতীয় নির্বাচনে না যাওয়ার জন্য টালবাহানায় করছে : কাদের

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি আগামী জাতীয় নির্বাচনে না যাওয়ার জন্য নানা ধরনের টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে বা ২০১৪ সালের মতো অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। গতকাল রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত দুটি ফুট ওভারব্রিজ উদ্বোধনকালে ওবায়দুল কাদের ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিএনপির কাজকর্ম দেখে, তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানা করছে। এ জন্য তারা নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার মামলার রায় এখনো হয় নাই। কিন্তু এর আগেই তারা (বিএনপি) রায় কী হবে, তা বলে দিচ্ছে। বিরুদ্ধে গেলে তারা আন্দোলন করবে। বিলাসবহুল হোটেলে বসে তারা জনগণের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।’

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন আওয়ামী লীগের কোনো কর্মসূচি থাকছে না বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোনো কর্মসূচি দিয়ে আমরা মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়াতে চাই না। আমাদের কোনো কর্মসূচি নেই। তবে জনগণের জানমাল, নিরাপত্তা রক্ষায় আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। বিশৃঙ্খলা হলে জনগণই সমুচিত জবাব দেবে।’

রায় ঘিরে গ্রেপ্তার বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। আমি দু-একটা পত্রিকায় দেখলাম যে গ্রেপ্তারের নামে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে। আমি কমিশনারকে বললাম, এটা যেন কোনো অবস্থাতেই না হয়।’

বিএনপির জাতীয় কমিটিকে ‘জাম্বো জেট মার্কা’ কমিটি আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের আর ছোটখাটো হোটেলেও জায়গা হচ্ছে না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বা কোথাও তাদের জায়গা হচ্ছে না, তারা ৫০০ লোক কোথায় বসাবে? ৫০০ জনকে বসাতে হলে তো লা মেরিডিয়ানের মতো হোটেলেই যেতে হবে।’ অন্যদিকে গতকাল কুমিল্লা টাউন হল মাঠে মহানগর আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথি শেখ ফজলুল হক সেলিম বলেন, ‘কোনো অপশক্তি, কোনো সামরিক শক্তি আর ক্ষমতায় যেতে পারবে না। সাংবিধানিক ধারাবাহিকতায় যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের চেষ্টা করলে কিংবা ২০১৪ সালের মতো অরাজকতা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। অনির্বাচিত সরকারের মাধ্যমে দেশে আর কোনো নির্বাচন হবে না।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনির্বাচিতভাবে ক্ষমতায় এলে তাদের ভাগ্যের পরিবর্তন হয়। তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্র করে গণতান্ত্রিক ধারাবাহিকতা রোখা যাবে না। অরাজকতা করে, মানুষ মেরে ক্ষমতায় আসার দিন শেষ হয়ে গেছে। বাংলার জনগণ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।’

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে অভিযোগ এনে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘রায়ের আগেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিএনপি ভাবে, তিনি (খালেদা জিয়া) রানি ভিক্টোরিয়ার চেয়ে বড়! অন্যায় করবে, এতিমের টাকা মারবে, দুর্নীতি করবে, কিন্তু সাজা হতে পারবে না। রায়ের আগে ষড়যন্ত্র করে তারা ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর