আমার শারীরিক অবস্থা আমিই বুঝি: সাকিব

হাওর বার্তা ডেস্কঃ ক্লান্তির জন্যই আপাতত লংগার ভার্সনে খেলতে চান না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির কাছে পাঠানো আবেদন পত্রে স্পষ্ট করে বলার পর আজ মঙ্গলবার তার বনানীর নিজ বাসায় সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বললেছেন। সাকিব বলেন, আমার শারীরিক অবস্থা আমিই ভালো বুঝি। ‘আসলে মানসিকভাবে ফুরফুরে না থাকলে খেলার কোনও মানেই হয় না। টেস্টে চার ইনিংসে আমাকে ব্যাট ও বল হাতে কিছু দায়িত্ব পালন করতে হয়। তাই সেটা ঠিক ভাবে করতে হলে বিশ্রামটা জরুরি ছিল।’ আপাতত টেস্ট থেকে দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রাম থাকলেও সাকিবের ইচ্ছা সবার শেষেই লংগার ভার্সনের খেলা ছাড়ার। আর দীর্ঘ সময় খেলতে চান বলেই এই বিশ্রাম। তিনি আরও বলেন, আমার ইচ্ছা সবার শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবো। তার আগে টি-টোয়েন্টি এবং ওয়ানডে থেকে অবসর নিবো। কারণ আমি আরও ৫-৬ বছর ক্রিকেট খেলতে চাই। আর এই চাওয়াটা বাস্তবায়নের জন্য এই বিশ্রামের প্রয়োজন ছিল।  আমার আবেদনে সাড়া দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর