ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছক্কার বিশ্বরেকর্ড করলেন জয়সোয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৪ বার

পার্থে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস বোলারদের দাপটে অলআউট হওয়ার আগে ১৫০ রান করেছিল ভারত। তবে দ্বিতীয় ইনিংসে সেই ভারতের ব্যাটিংয়ে দাপট দেখা গেছে। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭২ রান তুলে মাঠ ছেড়েছে দলটি। লিড দাঁড়িয়েছে২১৮ রান।

ভারতের ওপেনার প্রথম ইনিংসে যশস্বী জয়সোয়াল ৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ৯০ রান করে। এই রান করার পথে টেস্ট ক্রিকেটের একটি বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন জয়সোয়াল। যেখানে টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ভারতের এই ওপেনারই এখন সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটার।

জয়সোয়াল ভারতের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দুটি ছক্কা মেরেছেন। ৪৭তম ওভারের প্রথম বল প্রথম ছক্কাটি মেরে তিনি ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামকে। ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান কোচ ম্যাককালাম ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে গড়েছিলেন রেকর্ড। তবে রেকর্ড ভাঙতে খুব বেশি অপেক্ষা করেননি জয়সোয়াল। ৫২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নকে ১০০ মিটার দূরত্ব পার করা এক ছক্কায় ছাড়িয়ে যান ম্যাককালামকে।

৩৩টি ছক্কা ম্যাককালাম মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সোয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে।

এদিকে ২০২২ সালে ২৬টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ ছয় মারা ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এরপর তালিকায় আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (২০০৫ সারে ২২টি), ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ (২০০৮ সালে ২২টি) ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ (২০০৪ সালে ২১টি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ছক্কার বিশ্বরেকর্ড করলেন জয়সোয়াল

আপডেট টাইম : ০৫:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

পার্থে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস বোলারদের দাপটে অলআউট হওয়ার আগে ১৫০ রান করেছিল ভারত। তবে দ্বিতীয় ইনিংসে সেই ভারতের ব্যাটিংয়ে দাপট দেখা গেছে। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭২ রান তুলে মাঠ ছেড়েছে দলটি। লিড দাঁড়িয়েছে২১৮ রান।

ভারতের ওপেনার প্রথম ইনিংসে যশস্বী জয়সোয়াল ৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ৯০ রান করে। এই রান করার পথে টেস্ট ক্রিকেটের একটি বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন জয়সোয়াল। যেখানে টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ভারতের এই ওপেনারই এখন সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটার।

জয়সোয়াল ভারতের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দুটি ছক্কা মেরেছেন। ৪৭তম ওভারের প্রথম বল প্রথম ছক্কাটি মেরে তিনি ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালামকে। ইংল্যান্ডের টেস্ট দলের বর্তমান কোচ ম্যাককালাম ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে গড়েছিলেন রেকর্ড। তবে রেকর্ড ভাঙতে খুব বেশি অপেক্ষা করেননি জয়সোয়াল। ৫২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নকে ১০০ মিটার দূরত্ব পার করা এক ছক্কায় ছাড়িয়ে যান ম্যাককালামকে।

৩৩টি ছক্কা ম্যাককালাম মেরেছিলেন মাত্র ৯ টেস্ট খেলে। জয়সোয়াল ৩৪ ছক্কা মেরেছেন ১২ টেস্টে।

এদিকে ২০২২ সালে ২৬টি ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে তৃতীয় সর্বোচ্চ ছয় মারা ব্যাটসম্যান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এরপর তালিকায় আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (২০০৫ সারে ২২টি), ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ (২০০৮ সালে ২২টি) ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ (২০০৪ সালে ২১টি)।