আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানি বোলার

হাওর বার্তা ডেস্কঃ জাতগতভাবে বোলিংয়ে শ্রেষ্ঠত্বের দাবিদার পাকিস্তানিরা। যুগে যুগে বিশ্বের সেরা বোলার উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ওয়াকার ইউনুস থেকে শুরু করে ওয়াসিম আকরাম। তারই ধারাবাহিকতায় শোয়েব আকতার। আর বর্তমানে আধিপত্য দেখাচ্ছেন আমির-ইমাদ ওযাসিমরা।

এদিকে মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আগে স্বল্প ওভারের বোলারদের র‍্যাংকিংয়ের তালিকাও প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)।  এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে তিনি।  দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৭৪৪), ভারতের জাস্প্রিত বুমরাহ (৭৩৭), আফগানিস্তানের রশিদ খান (৭১৭) এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি (৭১৪)।

আইসিসি প্রকাশিত টি টোয়েন্টি বোলারদের সর্বশেষ র‍্যাংকিং-
১। ইমাদ ওয়াসিম (পাকিস্তান)- ৭৮০
২। ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)- ৭৪৪
৩। জাস্প্রিত বুমরাহ (ভারত)- ৭৩৭
৪। রশিদ খান (আফগানিস্তান)- ৭১৭
৫। স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ)- ৭১৪
৬। মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬৯৫
৭। জেমস ফকনার (অস্ট্রেলিয়া)- ৬৮৮
৮। সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৫২
৯। সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬৪৮
১০। রবিচন্দ্র অশ্বিন (ভারত)- ৬২৬

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর