Bangladesh cricketer Shakib Al Hasan (R) congratulates teammate Mustafizur Rahman (2R) for the dismissal of South African captain Hashim Amla during the first day of the first Test match between Bangladesh and South Africa at the Zahur Ahmed Chowdhury Stadium in Chittagong on July 21, 2015. AFP PHOTO/ Munir uz ZAMA (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

মোস্তাফিজের ‘বিশেষ’ পরিকল্পনায় ওয়ার্নারের উইকেট

হাওর বার্তা ডেস্কঃ দেশের বাইরে যে ক্রিকেটারের সঙ্গে তার সবচেয়ে ভালো সম্পর্ক তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। আইপিএলে মোস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক তিনি। কাটার বয়কে বেশ ভালো করেই জানেন তিনি। সেই মোস্তাফিজের বলেই আউট হয়েছেন ওয়ার্নার।

ওয়ার্নারের উইকেট পেয়ে দারুণ খুশি মোস্তাফিজ। বিশেষ পরিকল্পনাতেই নাকি ওয়ার্নারকে ফিরিয়েছেন তিনি। ১২৩ রান করার পর মোস্তাফিজের বাউন্সারে ইমরুল কায়েসের চমৎকার ক্যাচে পরিণিত হন ওয়ার্নার।

তৃতীয় দিনের খেলা শেষে মোস্তাফিজুর রহমান কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ওয়ার্নারের উইকেট পেয়ে বিশেষভাবে খুশি হয়েছেন বলে জানান তিনি। বলেছেন, ‘ওয়ার্নারের উইকেট আমার কাছে বিশেষ। পরিকল্পনা করেই তাকে আমি বাউন্সার দিয়েছিলাম।’

আজ ২২তম জন্মদিন কাটার বয়ের। মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অবশ্য ভুলেননি ওয়ার্নার। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গটা তুলতেই মোস্তাফিজ বলেন, ‘হ্যাঁ, আমরা সানরাইরার্জ হায়দরাবাদে একই গ্রুপে আছি।’

চট্টগ্রামে তিনি অনেক বাউন্সার দিয়েছেন। এর আগে এত বাইন্সার তাকে দিতে দেখা যায়নি। হঠাৎ এত বাউন্সারের রহস্য কী? মোস্তাফিজের উত্তর, ‘চেষ্টা করেছি ওভারে এক দুইটা বাউন্সার দিতে, ভালো জায়গায় বল ফেলতে।’

ঢাকা টেস্টে উইকেট না পেলেও চট্টগ্রামের ব্যাটিং ট্রাকে ভালোই বল করেছেন তিনি। উইকেট নিযেছেন তিনটি। যেখানে অজি পেসাররা একটি উইকেটও নিতে পারেননি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর