তমা একটি ছবি পোস্ট করেছে লিখেছেন, এই একটা ছবির মধ্যেই অনেক কথা লুকিয়ে আছে। যেখানে দুইজন সুপারস্টার আছেন যারা বাস্তবে স্বামী-স্ত্রী, আমি-রনি, মিশা ভাই, টপি ভাই আর বাকিজন একজন সাংবাদিক ( নামটা মনে করতে পারছি না)। এগুলো তো খুব বেশীদিন আগের দিনের কথা না। এইতো সেদিনের কথা! যখন আমাদের সবার সঙ্গে সবার একটা মধুর সম্পর্ক ছিল অথচ ভাবা যায় লোভ-লালসা, অহংকার, পরকীয়া….সেই মধুর দিনগুলোকে এক নিমিষে নষ্ট করে দিয়েছে।
তমা বলেন, এখন ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে একজনের মুখ দেখাও অন্যজনের জন্য হারাম। পৃথীবিটা বড় অদ্ভুত জায়গা… এখানে একজন মানুষের মন আসলে কি দিয়ে বানানো তার উত্তর কারুরই জানা নেই হয়তো!
তমা বলেন, আসলেই ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না’… রবি ঠাকুরের কথা বলে কথা! অথচ আমার বিশ্বাসই হত না এককালে গানের লাইনগুলি! “তুমি কেনো তাহলে আমাকে বারবার বলেছো, বিশ্বাস করো টম তোমাকে ছাড়া আমি একমুহুর্তও থাকতে পারবোনা, তুমি যদি কখনো আমায় ছেড়ে যাও দেখো আমি মরে যাবো ঠিক! এগুলো কি তোমার এই আট বছরের অভিনয় ছিল, খুব জানতে ইচ্ছে করে….