ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে নির্যাতন নিপীড়ন করে ধ্বংস করা যাবে না : রিপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • ২৬৭ বার

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা এবং নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোনোক্রমেই ধ্বংস করা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক আচার-আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতারের পাশাপাশি চলছে হত্যা ও গুম। গতকাল দলের সহদফতর সম্পাদক আসাদুল করিম স্বাক্ষরিত এক এক বিবৃতিতে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ থেকে পিছপা না হলে দেশ আরো চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে মাসুদ মাদবর নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি আবদুর রব হাওলাদার ও ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কাজীকে অন্যায়ভাবে আসামি করায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ড.আসাদুজ্জামান রিপন অবিলম্বে মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, আবদুর রব হাওলাদার ও শাহ আলম কাজীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সম্পূর্ণ পরিকল্পিত ও অসৎ উদ্দেশ্যে এবং ষড়যন্ত্রমূলকভাবে জেলা বিএনপির সিনিয়র নেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে। তিনি অবিলম্বে উপরোক্ত জেলা বিএনপির তিন নেতার নাম মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান। : :

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিএনপিকে নির্যাতন নিপীড়ন করে ধ্বংস করা যাবে না : রিপন

আপডেট টাইম : ১২:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলা এবং নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোনোক্রমেই ধ্বংস করা যাবে না। বর্তমান সরকার গণতান্ত্রিক আচার-আচরণ ত্যাগ করে অগণতান্ত্রিক পন্থায় একপেশে নীতিতে দেশ শাসন করছে। সারাদেশে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতারের পাশাপাশি চলছে হত্যা ও গুম। গতকাল দলের সহদফতর সম্পাদক আসাদুল করিম স্বাক্ষরিত এক এক বিবৃতিতে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। বিবৃতিতে আরও বলা হয়, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতনের পথ থেকে পিছপা না হলে দেশ আরো চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে মাসুদ মাদবর নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি আবদুর রব হাওলাদার ও ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম কাজীকে অন্যায়ভাবে আসামি করায় বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ড.আসাদুজ্জামান রিপন অবিলম্বে মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, আবদুর রব হাওলাদার ও শাহ আলম কাজীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সম্পূর্ণ পরিকল্পিত ও অসৎ উদ্দেশ্যে এবং ষড়যন্ত্রমূলকভাবে জেলা বিএনপির সিনিয়র নেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে। তিনি অবিলম্বে উপরোক্ত জেলা বিএনপির তিন নেতার নাম মিথ্যা মামলা থেকে প্রত্যাহারের জোর দাবি জানান। : :