ছয় বলে ছ’ছক্কা হোয়াইটলের

হাওর বার্তা ডেস্কঃ  ছ’বলে ছ’ছক্কা,এই অনন্য কীর্তি যারা গড়ে দেখিয়েছেন তারা সংখ্যাটা খুবই কম৷ স্যার গ্যারফিল্ড সোবার্স,রবি শাস্ত্রী,হার্সেল গিবস,যুবরাজ সিং,জর্ডন ক্লার্ক-এই পাঁচ জনই ছ’বলে ছটা ছক্কা মেরেছেন৷

এই পাঁচ জনের সঙ্গে এক ফ্রেমে ঢুকলেন রস ওরসেস্টারশায়ারের হোয়াইটলে৷ রোববার হেডিংলিতে ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার কার্ল কার্ভারের বল ছ’বারই মাঠের বাইরে পাঠান তিনি৷

রোববার ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্ট টুর্নামেন্টের ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ২৩৩ রানের বিশাল রান খাড়া করে ইয়র্কশায়ার৷ সৌজন্যে ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি৷ ৫৫ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি৷ জন হাস্টিংসের শেষ ওভারে ৩৪ রান নেন তিনি৷

জবাব জিতে নেমে ঝলসে ওঠে হোয়াইটলের ব্যাট৷ ২৬ বলে ৬৫ রান করেন তিনি৷ তার মধ্যে ১৬ নম্বর ওভারে কার্ভারের সব বল বাউন্ডারির বাইরে পাঠান তিনি৷ তবে এই নজির গড়েও দলকে জেতাতে ব্যর্থ হন তিনি৷ ১৯৭ রানেই থেমে যায় তাদের ইনিংস৷ ইয়র্কশায়ার ম্যাচ জেতে ৩৬ রানে৷

এই কীর্তি গড়ার পর হোয়াইটলে বলেন,‘ব্যক্তিগত নজির সবসময়ই ভালো কিন্তু দল হারে এই কীর্তির কোনও মূল্য নেই৷ তবে ছ’বলে ছক্কা মারার কথা কখনই ভাবিনি৷ কার্লের জন্য খারাপ লাগছে৷ আসলে লেগ সাইডে বাউন্ডারি ছোট ছিল৷ তাই আমি ওদিক দিয়েই সব শট মারার পরিকল্পনা নিয়েছিলাম৷ আমার পরিকল্পনা খেটে যায়৷

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর