ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কয়েক বছর ধরেই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় তিনি। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরবর্তীতে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই চিত্রনায়ক।
তবে দুজনের সঙ্গেই শাকিব খানের বিচ্ছেদ হয়েছে। শুধু তাই নয় বুবলীর সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবনযাপন করছেন। এদিকে শাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝেমধ্যেই বাদানুবাদে জড়াচ্ছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে। তাদের এমন কাণ্ডে বিরক্ত শাকিব খান ও তার পরিবার।
এমন পরিস্থিতিতে এবার খবরে রটেছে, শাকিব খানকে আবারও বিয়ে দিতে চায় তার পরিবার। ইতোমধ্যে শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন, বোনজামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন।
শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন শাকিব খান। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে পছন্দের তালিকায় রাখছেন তার পরিবার। মেয়েটি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন