২০২৫ সনে পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ৮৩ হাজার ২৪২ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৯৭৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ২৬৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। হজযাত্রী নিবন্ধনের সময় সীমা আজ বৃহস্পতিবারই শেষ হয়েছে।আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ দৈনিক ইনকিলাবকে জানান, ২৫ ডিসেম্বর বড় দিনের ছুটিতে সকল ব্যাংক বন্ধ এবং অনেক হজযাত্রী পাসপোর্ট হাতে না পাওয়ায় আজ বৃহস্পতিবার পর্যন্ত আরো প্রায় ১০% হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। তিনি সম্ভব হলে আরো কয়েক দিন হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধির দাবি জানান।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ হবার কথা। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর হজে যাওয়ার কোটা নির্ধারিত ছিল।
বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দের সদস্য সচিব মোহাম্মদ আলী দৈনিক ইনকিলাবকে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসনামলে হজ নিয়ে ব্যাপক দুর্নীতি অনিয়মের ঘটনা ঘটেছে। ডলার রেটের হিসেবে চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া আরো ৪০ হাজার টাকা কমানো সম্ভব বলে মোহাম্মদ আলী উল্লেখ করেন।