ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামাতের ৪ সাথীকে হত্যা কারী মাওলানা সা,দের অনুসারীদের নিষিদ্ধের দাবিতে উপজেলায় মাওলানা যুবায়ের পন্থী আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণে সমাবেশ ও মানববন্ধন পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে ইটনা সরকারি মহাবিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বক্তব্য রাখেন রাজী হুসাইনিয়া এহসানুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুল বারী, খেলাফত মজলিসের সভাপতি খাইরুল ইসলাম ঠাকুর, মাওলানা মুঞ্জুরুল হক, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা আহসানুল্লাহ, আব্দুল বারী, শাহাবুদ্দিন মিয়া, আক্তারুজ্জামান , সাফায়েত উল্লা, রুকুনুদ্দিন, আলামীন মিয়া, বিল্লাহ মিয়া, মহিবুল্লাহ মিয়া প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিকের প্রতিনিধির হাতে স্বারকলিপি প্রদান করা হয়।