নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদনে আই এফ আই সি ব্যাংকের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মদন পৌরসদরে আই এফ আই সি ব্যাংকের কার্যালয়ে ৪০ শীতার্ত হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত লোকজন ব্যাংকের মঙ্গল কামনা করেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মদন উপ-শাখার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আই এফ আই সি ব্যাংক পি এল সি বরাবরই ব্যাংকিং কার্যক্রমের সাথে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। পূর্বেও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শীতকালে শীতার্ত মানুষদের কম্বল দিয়েছে, সেই ধারাবাহিকতায় এবার শীতে সকল শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ কর্মসূচি চলছে। আই এফ আই সি ব্যাংক পি এল সি, মদন উপশাখা হতে ৪০ জন শীতার্ত মানুষদেরকে কম্বল বিতরণ করা হয়েছে।