তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থীদের রাজধানীর কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক আদেশে এ কথা বলা হয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য বিজ্ঞপ্তিটি কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে রয়েছে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর তারিখে সাদপন্থী তাবলীগ জামাতের কোনো অনুসারী কাকরাইল মসজিদে জমায়েত করতে পারবেন না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্তৃপক্ষকে এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আদেশে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) সহ সব তাবলীগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
একইসাথে অপর এক আদেশে মাওলানা মোহাম্মদ জোবায়ের আগামীকাল শুক্রবার থেকে কাকরাইল মসজিদের আশপাশে শুরায়ি নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীদের যেকোনো ধরনের বড় জমায়েত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তাবলীগ জামাতের দুটি পক্ষ। একটি পক্ষ মাওলানা জোবায়েরের অনুসারী। অপর পক্ষ মাওলানা সাদপন্থীদের অনুসারী। টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের দ্বন্দ্ব সংঘাতে রূপ নিয়েছে। কিছুদিন আগে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে চারজন প্রাণ হারান।