এক সময়ের ‘মৌরি’ এখন বড়পর্দার অভিনেত্রী। বিয়ে করেছিলেন ভালবেসে সপ্তক নামের এক ছেলেকে। কিন্তু শেষপর্যন্ত তাদের সংসার বেশি দিন টেকেনি। বলছিলাম মানালি দের কথা।
আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাতকারে এই অভিনেত্রী বলেন, ডিভোর্সের পরে সপ্তকতে একেবারেই মিস করেন না তিনি। মানালির ভাষ্য, আসলে মা মারা যাওয়ার পর মনে হয়েছিল এর থেকে বেশি দুঃখ আর আমি পাব না। সপ্তককে চিনতাম তো ছ’বছর। আর মা তো…। মাকে ছাড়া যদি থাকতে পারি, তা হলে ছ’বছরের সম্পর্ক আর মিস করার জায়গায় থাকে না।
এখন কোনো বয়ফ্রেন্ড আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, আমি সিঙ্গেল। স্পেশাল কোনো বয়ফ্রেন্ড নেই। তবে আবারো বিয়ে করতে চাই।
সংবাদ শিরোনাম
আবারো বিয়ে করতে চাই
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
- ২৬২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ