ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন, নতুন বছরে কীভাবে প্রেম আসবে আপনার জীবনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • ২৭৫ বার

রেম নিয়ে মানুষের উৎসাহের কমতি নেই৷ আর তাই প্রেমের সম্পর্ক নিয়েও মানুষের জীবনে ভাবনা প্রচুর৷ বর্তমান সময়ে প্রেমের চিরাচরিত ধ্যান-ধারণা বদলে গেলেও বদলে যায়নি ‘ভালবাসা’ বিষয়টি৷ আর তাই লাভ লাইফ কেমন যাবে নতুন বছরে, তা জানার আগ্রহ কিন্তু কমেনি একটুও। নতুন বছরে কেমন থাকবে আপনার প্রেমের সম্পর্ক? জেনে নিন এই প্রতিবেদনে।

এরিস : গত বছর কর্মব্যস্ততার মধ্যে কেটে গেলেও নতুন বছরে বেশ কিছুটা সময় পাবেন এই রাশির জাতক-জাতিকারা৷ আর সেই সময়টা একা একা না কাটিয়ে খুঁজে নিন মনের মানুষটিকে৷ নতুন বছরে নতুন সম্পর্ক তৈরি হলে তা সুদূরপ্রসারী হওয়ার সম্ভাবনাও রয়েছে।

টরাস : নতুন বছরটা বেশ অদ্ভুত কাটতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের৷ সম্পর্ক খুঁজে পাওয়ার থেকেও নিজেদের খুঁজে পাওয়া নতুন বছরে তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ৷ আর এরপরও যদি নতুন বছরে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রেম আসে, তবে বুঝে নিন, পাশের মানুষটি আপনার ভাবনাকে সম্মান করেন৷ আপনাকে নিজের মতো বাঁচতে দিতে কোনও আপত্তি নেই তাঁর৷

জেমিনি : নতুন বছরে একাধিক সম্পর্কে জড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের৷ দীর্ঘ সম্পর্ক নতুন বছরে হওয়ার সম্ভাবনা কম৷ তবু এই নতুন বছরে প্রচুর মজা করার সুযোগ পাবেন জেমিনিরা৷ শুধু একটা কথা মাথায় রাখবেন, নতুন বছরে যেন নিজেদের আনন্দের জন্য কোনও মানুষের মন ভাঙতে না হয় আপনাদের৷

ক্যানসার : নতুন বছরে এই রাশির জাতক-জাতিকারা তাঁদের পুরনো ছকের বাইরে গিয়ে জীবনযাপন করতে শিখবেন৷ নতুন বছরে নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার সুযোগ রয়েছে আপনার৷ শুধু সংকোচ না করে নতুনকে আপন করে নিতে হবে৷ তবেই মনের মানুষকে খুঁজে পাওয়ার পথ সুগম হবে৷

লিও : প্রেম করার প্রচুর সুযোগ পাবেন লিওরা। প্রেমের আদর্শ বহু মানুষ আশেপাশেই থাকবে আপনার। তাই ক্ষণিকের আনন্দের জন্য প্রেমের সিদ্ধান্ত নিলে কোনও সমস্যা নেই। কিন্তু নতুন বছরে ভুল মানুষকে সঙ্গী হিসাবে বেঁচে নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। অন্তত এমন কথাই জানা যাচ্ছে বছরের শুরুতে। তাই নিজের ভালর কথা ভেবে পার্টনার বেছে নেয়ার ক্ষেত্রে সচেতন হোন।

ভার্গো : এই রাশির জাতক-জাতিকারা নিজেদের কাজের প্রতি খুবই মনোযোগী হন। যে কোনো কাজই তাঁরা খুব মনোযোগ সহকারে করেন। প্রেমের ক্ষেত্রেও ভার্গোদের জন্য এই একই কথা প্রযোজ্য। আর তাই নতুন বছরে এই রাশির জাতক-জাতিকারা সম্পর্কে যেতে ইচ্ছুক হলে মনযোগের মাধ্যমে মনের মানুষকে খুঁজে পাবেন এই নতুন বছরে। আর তেমন যদি না হয়, তবে নতুন বছরে সিঙ্গল থাকবেন ভার্গোরা।

লিব্রা : এই রাশির জাতক-জাতিকারা সাধারণত বেশ বুদ্ধিমান হন৷ সময় সুযোগ বুঝে তারপরেই সম্পর্কে যান৷ নতুন বছরে লিব্রাদের প্রেম করার প্রচুর সুযোগ আসবে৷ কিন্তু তাঁরা আদৌ সম্পর্কে যাবেন কিনা তা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত৷ যদিও মে মাসে জীবনে দুর্দান্ত প্রেম আসার সুযোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের৷

স্করপিও : নিজেদের ক্যারিশমার মাধ্যমে যে কোনও মানুষকে বশ করে ফেলতে পারেন স্করপিওরা। তাঁদের ব্যক্তিত্ব মুগ্ধ করে মানুষকে। তাই প্রেম করার জন্য এই রাশির জাতক-জাতিকারা সব সময়ই প্রচুর মানুষ খুঁজে পান। কাকে ছেড়ে কাকে বাছবেন তা নিয়েও ভাবতে হয় আপনাদের। কিন্তু আপনাদের প্রধান সমস্যা হল, আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল মানুষটিকে ভালবেসে ফেলেন। যা আপনাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। নতুন বছরে আগে বুঝতে শিখুন সম্পর্ক থেকে ঠিক কী চান আপনি। সেটা বুঝে তারপরেই সম্পর্কে এগোন।

স্যাজিটেরিয়াস : স্বাধীনচেতা স্যাজিরা সাধারণত সিঙ্গল থাকতেই বেশি পছন্দ করেন৷ নিজেদের ভাবনা-চিন্তা এবং জীবনধারায় বিশেষ পরিবর্তন আনতে চান না৷ যদিও নতুন বছরে স্যাজিরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সেই সম্পর্ক লং টার্মও হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও এই সম্পর্কে জড়িয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবেন না এই রাশির জাতক-জাতিকারা৷ স্বাধীনতা এবং প্রেম একসঙ্গে চালিয়ে যেতে এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত৷

ক্যাপ্রিকর্ন : নতুন বছরের শুরু দিকে একা থাকার জন্য মন খারাপ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের৷ কিন্তু পরবর্তী সময়ে বহু নতুন মানুষের সঙ্গে আলাপ হাওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন বছরে৷ যে কোন সম্পর্কের ক্ষেত্রেই শুরু থেকে সম্পর্ক ভাঙার ভয় পাবেন না৷ বরং নতুন করে মানুষগুলোকে এবং নিজের ভাল লাগাকে খুঁজে নিন৷ দেখবেন বছরের শেষে মনের মানুষ আপনার সঙ্গেই রয়ে গিয়েছেন৷

অ্যাকোয়ারিয়াস: নতুন বছরের একদম শুরুর দিকেই প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের৷ আর নতুন বছরের এই সম্পর্ক একেবারেই ভবিষ্যতহীন হবে না৷ সব মিলিয়ে সম্পর্কে যে স্থিতি এতদিন খুঁজে এসেছেন এই রাশির জাতক-জাতিকারা, সেই স্থিতিই নতুন বছরে পাবেন তাঁরা৷

পাইসেস : নতুন বছরে স্থিতিশীল সম্পর্কে যাওয়ার সম্ভাবনা কম এই রাশির জাতক-জাতিকাদের৷ তবুও বহু মানুষ আসবেন নতুন বছরে আপনাদের জীবনে৷ কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন বছর তেমন ভাল না৷ চুটিয়ে প্রেম করার জন্য আগামী বছর আদর্শ পাইসেসদের। সূত্র: সংবাদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জেনে নিন, নতুন বছরে কীভাবে প্রেম আসবে আপনার জীবনে

আপডেট টাইম : ১২:০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭

রেম নিয়ে মানুষের উৎসাহের কমতি নেই৷ আর তাই প্রেমের সম্পর্ক নিয়েও মানুষের জীবনে ভাবনা প্রচুর৷ বর্তমান সময়ে প্রেমের চিরাচরিত ধ্যান-ধারণা বদলে গেলেও বদলে যায়নি ‘ভালবাসা’ বিষয়টি৷ আর তাই লাভ লাইফ কেমন যাবে নতুন বছরে, তা জানার আগ্রহ কিন্তু কমেনি একটুও। নতুন বছরে কেমন থাকবে আপনার প্রেমের সম্পর্ক? জেনে নিন এই প্রতিবেদনে।

এরিস : গত বছর কর্মব্যস্ততার মধ্যে কেটে গেলেও নতুন বছরে বেশ কিছুটা সময় পাবেন এই রাশির জাতক-জাতিকারা৷ আর সেই সময়টা একা একা না কাটিয়ে খুঁজে নিন মনের মানুষটিকে৷ নতুন বছরে নতুন সম্পর্ক তৈরি হলে তা সুদূরপ্রসারী হওয়ার সম্ভাবনাও রয়েছে।

টরাস : নতুন বছরটা বেশ অদ্ভুত কাটতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের৷ সম্পর্ক খুঁজে পাওয়ার থেকেও নিজেদের খুঁজে পাওয়া নতুন বছরে তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ৷ আর এরপরও যদি নতুন বছরে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রেম আসে, তবে বুঝে নিন, পাশের মানুষটি আপনার ভাবনাকে সম্মান করেন৷ আপনাকে নিজের মতো বাঁচতে দিতে কোনও আপত্তি নেই তাঁর৷

জেমিনি : নতুন বছরে একাধিক সম্পর্কে জড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের৷ দীর্ঘ সম্পর্ক নতুন বছরে হওয়ার সম্ভাবনা কম৷ তবু এই নতুন বছরে প্রচুর মজা করার সুযোগ পাবেন জেমিনিরা৷ শুধু একটা কথা মাথায় রাখবেন, নতুন বছরে যেন নিজেদের আনন্দের জন্য কোনও মানুষের মন ভাঙতে না হয় আপনাদের৷

ক্যানসার : নতুন বছরে এই রাশির জাতক-জাতিকারা তাঁদের পুরনো ছকের বাইরে গিয়ে জীবনযাপন করতে শিখবেন৷ নতুন বছরে নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার সুযোগ রয়েছে আপনার৷ শুধু সংকোচ না করে নতুনকে আপন করে নিতে হবে৷ তবেই মনের মানুষকে খুঁজে পাওয়ার পথ সুগম হবে৷

লিও : প্রেম করার প্রচুর সুযোগ পাবেন লিওরা। প্রেমের আদর্শ বহু মানুষ আশেপাশেই থাকবে আপনার। তাই ক্ষণিকের আনন্দের জন্য প্রেমের সিদ্ধান্ত নিলে কোনও সমস্যা নেই। কিন্তু নতুন বছরে ভুল মানুষকে সঙ্গী হিসাবে বেঁচে নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। অন্তত এমন কথাই জানা যাচ্ছে বছরের শুরুতে। তাই নিজের ভালর কথা ভেবে পার্টনার বেছে নেয়ার ক্ষেত্রে সচেতন হোন।

ভার্গো : এই রাশির জাতক-জাতিকারা নিজেদের কাজের প্রতি খুবই মনোযোগী হন। যে কোনো কাজই তাঁরা খুব মনোযোগ সহকারে করেন। প্রেমের ক্ষেত্রেও ভার্গোদের জন্য এই একই কথা প্রযোজ্য। আর তাই নতুন বছরে এই রাশির জাতক-জাতিকারা সম্পর্কে যেতে ইচ্ছুক হলে মনযোগের মাধ্যমে মনের মানুষকে খুঁজে পাবেন এই নতুন বছরে। আর তেমন যদি না হয়, তবে নতুন বছরে সিঙ্গল থাকবেন ভার্গোরা।

লিব্রা : এই রাশির জাতক-জাতিকারা সাধারণত বেশ বুদ্ধিমান হন৷ সময় সুযোগ বুঝে তারপরেই সম্পর্কে যান৷ নতুন বছরে লিব্রাদের প্রেম করার প্রচুর সুযোগ আসবে৷ কিন্তু তাঁরা আদৌ সম্পর্কে যাবেন কিনা তা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত৷ যদিও মে মাসে জীবনে দুর্দান্ত প্রেম আসার সুযোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের৷

স্করপিও : নিজেদের ক্যারিশমার মাধ্যমে যে কোনও মানুষকে বশ করে ফেলতে পারেন স্করপিওরা। তাঁদের ব্যক্তিত্ব মুগ্ধ করে মানুষকে। তাই প্রেম করার জন্য এই রাশির জাতক-জাতিকারা সব সময়ই প্রচুর মানুষ খুঁজে পান। কাকে ছেড়ে কাকে বাছবেন তা নিয়েও ভাবতে হয় আপনাদের। কিন্তু আপনাদের প্রধান সমস্যা হল, আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল মানুষটিকে ভালবেসে ফেলেন। যা আপনাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। নতুন বছরে আগে বুঝতে শিখুন সম্পর্ক থেকে ঠিক কী চান আপনি। সেটা বুঝে তারপরেই সম্পর্কে এগোন।

স্যাজিটেরিয়াস : স্বাধীনচেতা স্যাজিরা সাধারণত সিঙ্গল থাকতেই বেশি পছন্দ করেন৷ নিজেদের ভাবনা-চিন্তা এবং জীবনধারায় বিশেষ পরিবর্তন আনতে চান না৷ যদিও নতুন বছরে স্যাজিরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সেই সম্পর্ক লং টার্মও হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যদিও এই সম্পর্কে জড়িয়ে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবেন না এই রাশির জাতক-জাতিকারা৷ স্বাধীনতা এবং প্রেম একসঙ্গে চালিয়ে যেতে এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত৷

ক্যাপ্রিকর্ন : নতুন বছরের শুরু দিকে একা থাকার জন্য মন খারাপ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের৷ কিন্তু পরবর্তী সময়ে বহু নতুন মানুষের সঙ্গে আলাপ হাওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন বছরে৷ যে কোন সম্পর্কের ক্ষেত্রেই শুরু থেকে সম্পর্ক ভাঙার ভয় পাবেন না৷ বরং নতুন করে মানুষগুলোকে এবং নিজের ভাল লাগাকে খুঁজে নিন৷ দেখবেন বছরের শেষে মনের মানুষ আপনার সঙ্গেই রয়ে গিয়েছেন৷

অ্যাকোয়ারিয়াস: নতুন বছরের একদম শুরুর দিকেই প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের৷ আর নতুন বছরের এই সম্পর্ক একেবারেই ভবিষ্যতহীন হবে না৷ সব মিলিয়ে সম্পর্কে যে স্থিতি এতদিন খুঁজে এসেছেন এই রাশির জাতক-জাতিকারা, সেই স্থিতিই নতুন বছরে পাবেন তাঁরা৷

পাইসেস : নতুন বছরে স্থিতিশীল সম্পর্কে যাওয়ার সম্ভাবনা কম এই রাশির জাতক-জাতিকাদের৷ তবুও বহু মানুষ আসবেন নতুন বছরে আপনাদের জীবনে৷ কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন বছর তেমন ভাল না৷ চুটিয়ে প্রেম করার জন্য আগামী বছর আদর্শ পাইসেসদের। সূত্র: সংবাদ