বেশিরভাগ বাড়িতেই কাঁচা পেঁপে সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়ে থাকে। তবে, কাঁচা পেঁপে রান্নার করার চেয়ে রস করে খাওয়া বেশি উপকারী বলে প্রমাণিত।
পুষ্টিবিদরা জানান, কাঁচা পেঁপে সালাদ, স্টু, জুস ও স্মুদি আকারে খাওয়া যায় সহজেই। কাঁচা পেঁপের শক্তিশালী স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
কাঁচা পেঁপের রসে পাপাইন নামক একটি এনজাইম রয়েছে। যেটি খাবার হজম করতে এবং পেট ফাঁপা কমাতে দারুণভাবে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সহজে।
কাঁচা পেঁপের রসে ভিটামিন-সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা সুস্থ ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বার্ধক্যের লক্ষণগুলোও প্রতিরোধ করে এই রস।পেঁপের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ত্বকের জ্বালাপোড়া, ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। এটি নিয়মিত সেবনে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে পারে সহজে।
কাঁচা পেঁপের রসে ভিটামিন-এ, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট উচ্চ পরিমাণে থাকার কারণে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে মানব দেহের।