নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সেমির রেসে টিকে থাকতে যেখানে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
এর আগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর সুযোগ তৈরি হয়েছিল শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর। তবে ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। ইংল্যান্ডকে ১১৮ রানে থামানোর পরও বাংলাদেশ ম্যাচ হেরেছে ২১ রানের ব্যবধানে। তাতে কঠিন হয়ে গেছে বাংলাদেশের সেমির রাস্তা।
সেই কঠিন রাস্তা সহজ হতে পারে আজ নিগার সুলতানা জ্যোতির দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলে। কেননা, গ্রুপপর্বে এরপর শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। যেখানে মেলাতে হবে অনেক সমীকরণ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্য এখনও টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। আগের তিনবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশ। তিনবারই হেরেছে বড় ব্যবধানে। তবে এবার জ্যোতিরা চায় ভিন্ন গল্প লিখতে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেমির রাস্তা পরিষ্কার করতে।