বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান: আসিফ

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে বাংলাদেশ দল নিজেদের নৈপুণ্য দেখাতে ব্যর্থ হয়েছে। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। সাকিব আল হাসান দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন। কয়েক দিন আগে সাকিবকে দেখে ‘ভুয়া ভুয়া’ ধ্বনি দেয় দর্শকরা।

বাংলাদেশ দল এবং সাকিব আল হাসানকে নিয়ে যখন চর্চা হচ্ছে, তখন পাশে থাকার কথা জানালেন শ্রোতাপ্রিয় গায়ক আসিফ ইকবাল। ফেসবুক স্ট্যাটাসে এই ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

আসিফ আকবর বলেন, ‘একজন বেসিক ক্রিকেটার হিসেবে ক্রিকেটকে ভালোবাসি, প্রাণে ধারণ করি। গৌরবময় অনিশ্চয়তা এবং ভদ্রলোকের খেলা ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকেই সবসময় দলের খবর রাখি। আইসিসি চ্যাম্পিয়ন হয়ে ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাওয়া ছিল দেশের ক্রিকেটের জন্য এক গৌরবময় অধ্যায়।’

সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র বলে মন্তব্য করেন আসিফ। তার ভাষায়— ‘সাকিব আল হাসানকে চিনি তার ক্যারিয়ারের শুরু থেকেই। বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র তার পারফরম্যান্স দিয়েই বিশ্ব ক্রিকেটে নিজের স্বকীয় অবস্থান তৈরি করেছেন। একই সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডিংয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।’

দুঃসময়ে পাশে থাকার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, ‘দুঃসময়েও দেশের ক্রিকেটের সঙ্গেই ছিলাম, সুসময়ে পুরো দেশবাসী উপভোগ করেছি প্রতিটি জয়ের আনন্দ। ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়। বরেণ্যদের খাটো করে সমৃদ্ধ ইতিহাস তৈরি হয় না। বাংলাদেশে সাকিব আল হাসান তেমনি একজন ফ্রন্টলাইনার; আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। শুভকামনা সাকিব আল হাসান। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট দল। পরিস্থিতি যেমনই হোক সঙ্গে আছি সবসময়, প্রাণপণে লড়ে যাও। আসুন সব বিভেদ ভুলে দেশের ক্রিকেটের সঙ্গেই থাকি। ভালোবাসা অবিরাম।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেনে বসেছে এ আসর। গ্যালারিতে বসে এ ম্যাচ উপভোগ করছেন আসিফ আকবর।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর