নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল চালু করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেড়েছে বিদেশীদের আনাগোনা। ইতোমধ্যে নির্বাচন কেন্দ্রিক প্রতিনিধি দল এসে ঘুরে গেছেন। নির্বাচন যতো সামনে আসবে নির্বাচনের পর্যবেক্ষকদের আনাগোনা বাড়বে। তাই বিদেশ থেকে আগত পর্যবেক্ষকদের সুবিধার জন্য নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল খুলবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল পরিচালনার জন্য মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ারকে দায়িত্ব দিয়েছেন মন্ত্রনালয়। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) মো: আনিছুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষকদের সহায়তার জন্য খোলা এই সেল বিদেশি পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা দেবে। একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষক হিসেবে যারা বাংলাদেশে আসতে চান, তাদের পরিচয় যাচাই-বাছাই করবে এই সেল।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন শেষে নতুন দায়িত্ব পালনে গত সপ্তাহে দেশে ফিরেছেন ফেরদৌসি শাহরিয়ার। ইতোমধ্যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে সেলের কার্যক্রম শুরুর কথা রয়েছে। নতুন সেলের মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ারের অধীনে পরিচালক এবং একজন সহকারী সচিব (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) কাজ করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর