ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট” কিশোরগঞ্জের ইটনা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারী কলেজ মাঠে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু (ছেলে) বিভাগে পাঁচ কাহনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা (মেয়ে) বিভাগে গন্ধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা পরিচালনা করেন রেফারি কডন মিয়া, সহকারী কাজল দেবনাথ, জুয়েল মিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, অধ্যক্ষ ইসলাম উদ্দিন, শিক্ষা অফিসার আকিকুর রেজা, সহকারী শিক্ষা অফিসার জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি তপন ঠাকুর, সেক্রেটারি গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক ববি আক্তার,কালাম মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।