ঢাকা থেকে ভাঙ্গা রেল চালু হবে আগামী বছরের জুনে: রেলমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মার্চ মাসে যদি ঢাকা-ভাঙ্গা রেলযোগাযোগ চালু না হয়, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।

রবিবার (১৫ মে) দুপুরে রেলমন্ত্রী শিবচরের বাংলাবাজার ঘাটে নেমে পদ্মা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এসব কথা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারে পাথরবিহীন রেল লাইন বসে গেছে। পদ্মা সেতু দিয়ে রেল চালু করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুতে সড়ক পথ একেবারেই প্রস্তুত। তবে রেল পথে পাথরবিহীন রেলট্র্যাক বসানো বাকি। বহুমুখী এই সেতুর নিচতলার এক পাশে বসেছে গ্যাস লাইন, আরেক পাশে সার্ভিস লেন। মাঝখানেই রেল লাইন। পাথরবিহীন রেল লাইন স্থাপনে সময় লাগবে প্রায় ছয় মাস।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর