আজ চার বিভাগে বেশি বৃষ্টি হবে

হাওর বার্তা ডেস্কঃ গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজও দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান এ তথ্যগুলো।

সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গতকাল শনিবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় অধিদপ্তরটি।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল রাজশাহীতে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল সিলেটে, ১১৯ মিলিমিটার।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর