শ্রম সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ত্যাগ করছেন আইনমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ১১০তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) এবং
আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৪৪তম সভায় যোগদানের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা
ত্যাগ করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আগামীকাল দুপুরে জেনেভা
পৌঁছবেন। সভায় তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন
পদক্ষেপের কথা তুলে ধরবেন। গত ১৪ মার্চ শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির
৩৪৪তম সভা চলবে ২৬ মার্চ পর্যন্ত।
সম্মেলনে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে শ্রম
প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও শ্রম সচিব মোঃ ইহছানে এলাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের
প্রতিনিধি রয়েছেন।
আগামী ২৯ মার্চ আইনমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর