বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালকের সাক্ষাৎ

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়স্থ অফিস কক্ষে বিশ্বব্যাংক আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান (Guangzhe Chen) সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক বলেন, জ্বালানি নিরাপত্তা, জ্বালানি দক্ষতা, নবায়ণযোগ্য জ্বালানি, আঞ্চলিক বিদ্যুৎ বাজার, জ্বালানি বিনিময়, পলিসি রিফর্ম ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে কাজ করা যেতে পারে। প্রি-পেইড গ্যাস মিটার বা গ্যাস পাইপলাইন আধুনিকায়ন নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করে।

প্রতিমন্ত্রী বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বব্যাংক অন্যতম উন্নয়ন সহযোগী হতে পারে, কিন্তু প্রকল্প বাস্তবায়নে অধিক সময়ক্ষেপণ করে। অব্যাহত উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাংক পরিষ্কার জ্বালানির অংশ বাড়াতে বাংলাদেশের সাথে কাজ করতে পারে। ডিজিটালাইজেশন ও আধুনিক প্রযুক্তি সংযোজনে বাংলাদেশ কাজ করছে। ইলেকট্রনিক ভেহিক্যাল ব্যাপকহারে ব্যবহৃত হওয়া প্রয়োজন। দক্ষতা অর্জনে প্রশিক্ষণসহ পলিসি রিফর্মেও বিশ্বব্যাংক কাজ করতে পারে। আমাদের নানাখাতে কিছু সংখ্যক দক্ষ পরামর্শক প্রয়োজন। বিশ্বব্যাংক এখানেও কাজ করতে পারে।

উল্লেখ্য যে, বিশ্বব্যাংকের অর্থায়নে বিদ্যুৎ বিভাগে ৫টি প্রকল্প চলমান। আরো কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সঞ্চালন নেটওয়ার্ক বর্ধিতকরণ, ভল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর উন্নয়নকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিষ্কার জ্বালানির অংশ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংকের কাজ করার সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে বিশ্বব্যাংকের অপারেশন এডভাইজার, গিসু মহাদিজার (Gisu Mohadjar), সিনিয়র অপারেশন অফিসার বারবারা উইবার (Barbara Weber), প্রগ্রাম লিডার রাজেস রহাতজি (Rajesh Rohatgi), সিনিয়র এনার্জি স্পেশালিস্ট মোহাম্মদ আনিস (Mohammad Anis) উপস্থিত ছিলেন।

#

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর