জ্বালাও পোড়াও রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় -শিল্পমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জ্বালাও পোড়াও রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়।

গতকাল নরসিংদীর মনোহরদী উপজেলায় খিদিরপুর ডিগ্রি কলেজের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি বিশেষ মহল রাজনৈতিক উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যাতে করে বাজারে দ্রব্যমূল্যের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। কালো ব্যবসায়ী ও তাদের সহযোগী যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, খিদিরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুকু জামান, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন।

#

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর