বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্বের প্রায় দেশে বিনিয়োগ বন্ধ হলেও বাংলাদেশে বিনিয়োগ চালু রয়েছে। করোনাকালীন সময়েও আমাদের সাড়ে ছয় মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। যখনই আমরা বাণিজ্য, আমদানি, রপ্তানি সংক্রান্ত কোনো প্রোগ্রাম করি পরবর্তীতে দেখা যায় যথেষ্ট বিনিয়োগ বাড়ে। ’

গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের পাঁচ তারকা হোটেলে প্যান এশিয়ান গ্রুপ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ ও জিসিসিভূক্ত দেশগুলোর সঙ্গে বানিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইকোনমিক ফোরামের ফাউন্ডার ও প্যান এশিয়ান গ্রুপের সিইও সাইফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলি রুবায়েত-উল ইসলাম, মালাবার গোল্ড অ্যান্ড ডায়ামন্ডের ডিরেক্টর (ফিন্যান্স ও এডমিন) আমির সিএমসি, রিয়েল এস্ট্রেট কোম্পানি ডানুবি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আদিল সাজান।

বাংলাদেশে বিনিয়োগের নানান সুযোগ, সুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই প্রেসিডেন্ট মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি প্রমুখ ।

‘বাংলাদেশের উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন এফবিসিসিআই-এর ডিরেক্টর ও ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কাইসার, নারী উদ্যোক্তা নেটওয়ার্ক ডেভলপমেন্টের চেয়ারপার্সন সামিরা জুবিরি হিমিকা, এমিরেটস ফার্স্ট গ্রুপের ডিরেক্টর শাহিনুর শাহ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর