সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছে, যা সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। ফলে এদেশের কোনো লোক আর গৃহহীন থাকবে না।

আজ মেহেরপুরে আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ ক থা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য জনগণের স্বচ্ছন্দ জীবনযাপনের ব্যবস্থা করা। আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেজন্য সরকার ঋণ প্রদানেরও ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে এই ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে তারা আর্থিকভাবে স্বচ্ছল হতে সক্ষম হবে।

এর আগে প্রতিমন্ত্রী একদিনে এক কোটি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির জন্য স্থাপিত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ টিকা ব্যবস্থাপনায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। টিকা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল দেশ। আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে। প্রতিমন্ত্রী এ সময় সকলকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ভ্যাকসিন গ্রহণেরও আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর