হাওর বার্তা ডেস্কঃ গায়ক ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে। বর্তমানে মায়ের সঙ্গে কলকাতায় রয়েছেন আইরা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন মিথিলা নিজেই।
মিথিলা বলেন, আইরার গেল তিন দিন জ্বর থাকার পর পরীক্ষা করালে বুধবার (৫ জানুয়ারি) করোনা পজিটিভ ধরা পড়ে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জিও। দু’জনের বিষয়ে এ অভিনেত্রী বলেন, দু’জনই এখন আগের চেয়ে ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করে সেজন্য সবাই দোয়া করবেন।
বর্তমানে স্বামী এবং কন্যা দু’জনের কাছ থেকেই আলাদা থাকছেন মিথিলা। দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন।
তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই থাকে। আর তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।