হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলা মিঠামইন উপজেলায় ৭নং বৈরাটি ইউনিয়নে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মাত্র সাত ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হলেন মো. জুয়েল মিয়া। তিনি মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী হয়েছেন। বুধবারবার (৫ জানুয়ারি ২০২২ইং) মিঠামইন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৮৪৫ জন। ভোট দেন ৭১০ জন।
এর মধ্যে বৈরাটি সরকার বাড়ি ৪নং ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা মো.জুয়েল মিয়া ( তালা মার্কা ) পেয়েছেন ৩৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী ইয়াকুব আলী (মোরগ মার্কা) পেয়েছেন ৩৪৩ ভোট। মাত্র সাত ভোটের ব্যবধানে মো.জুয়েল মিয়াকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
জুয়েল মিয়া বলেন, আমি হাওর পারের বাসিন্দা।গরিব, দরিদ্র জনগোষ্ঠীর পাশে সবসময় থাকি। ইউনিয়ন পরিষদের আমার ওয়ার্ডে সব বরাদ্দ এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ ।
মিঠামইন উপজেলা রিটার্নিং একজন কমকর্তা বলেন, প্রার্থীর সাত ভোটের ব্যবধান হওয়ায় আমরা কয়েকবার ভোট গণনা করেছি। শেষ পর্যন্ত বেসরকারিভাবে মাত্র সাতটি ভোটের ব্যবধানে জুয়েল মিয়াকে বিজয়ী ঘোষণা করি।