ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত ইউএনও আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক পরশ মনি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য তাজুল ইসলাম। বিভিন্ন বিষয়ে অবদান রাখায় ৫টি ক্যাটাগরিতে নির্বাচিত জয়ী তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপজেলা প্রশাসন।