ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে দিনব্যাপী গনসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
শুক্রবার সকালে ইটনা উপজেলা সদরে গনসংযোগ শেষে বড়বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিনি বলেন বর্তমানে দেশ একটা কঠিন সময় পার করছে পতিত সরকারের প্রেতাত্মা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলমত নির্বিশেষে সকল কে ঐক্যবদ্ধ থেকে দালাল দের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ৩১ দফা বাস্তবায়ন করতে জনগণকে সম্পৃক্ত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, সহ সভাপতি রাসেল মিয়া, জেলা নেতা মিথুন মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনসুর আলম, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, মুকলেছ উদ্দিন নয়ন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছালেক, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন প্রমুখ।
পরে তিনি মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা সদরের বিভিন্ন গ্রামে গনসংযোগ করে লিফলেট বিতরণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।