বিশ্বকাপ জেতা হয়নি, জেতা হয়নি আর্জেন্টিনার হয়ে কোন শিরোপাও। তবুও আর্জেন্টিনার হয়ে কিছু জয় করতে চান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়া ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টেবিলের তিন নম্বরে চলে এসেছে মেসির দল আর্জেন্টিনা।
বলিভিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করে আর্জেন্টিনার জার্সি গায়ে ৫০তম গোলের মাইলফলকে পৌঁছে গেলেন মেসি। দক্ষিণ আমেরিকার ৫ম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি। পাঁচশো অফিশিয়াল গোল থেকে মাত্র একধাপ দূরে রয়েছেন মেসি। সামনেই এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষেই হয়তো ৫০০তম গোলটি করে ফেলবেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।
ক্লাব এবং জাতীয় দলের জার্সি গায়ে এখনও পর্যন্ত মোট ৪৯৯টি গোল করেছেন মেসি। এর পাশাপাশি ২০১টি এসিস্টও রয়েছে বার্সার আর্জেন্টাইন ক্ষুদে যাদুকরের ঝুলিতে। সব মিলিয়ে ৭০০টি গোলে অবদান রইলো মেসির! নিন্দুকেরা হয়তো বিশ্বকাপ না জেতায় তাকে সেরাদের কাতারে রাখতে চাইবেন না; কিন্তু সময়ের কঠিনতম ফুটবলে এতো গোলে অবদান রাখতে পারাটা তো কম কথা নয়।