ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্লাস ক্যাম্পেইন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, ইটনা থানার এসআই অনিল চন্দ্র, মেডিকেল অফিসার ডাঃ কাউছার আহমেদ, সিনিয়র ষ্টাফ নার্স কিংকরী রাণী, স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম আক্তার, ইপিআই টেকনিশিয়ান মোফাজ্জল ভূঁইয়া, পরিসংখ্যান বিধ এনামুল হক প্রমুখ।
সারা দেশের ন্যায় আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্লাস ক্যাম্পেইন সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগে কর্মরত দায়িত্ব শীল ব্যাক্তি, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ।