ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধারের পর বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বলেন, ‘শিশুটিকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তৎপরতার কারণেই দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’ঠাকুরগাঁও সদর থানার ওসি বলেন, ‘আমাদের টিম রাতদিন কাজ করে অবশেষে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। চুরি যাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি এবং প্রযুক্তির সহায়তায় দোষীদের শনাক্ত করি।’
শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবার জানায়, আমরা মনে করেছিলাম, আমাদের সন্তান হয়তো আর ফিরে আসবে না।
কিন্তু পুলিশ যে দ্রুততার সঙ্গে কাজ করেছে, তাতে আমরা কৃতজ্ঞ।প্রসঙ্গত, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গাজীপুরের বড়বাড়ি নূরুলতলা গোবিন্দগঞ্জ এলাকার শামসুদ্দিন ও তাঁর মেয়ে সোনালী আক্তারসহ (২০) চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হলে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার সোনালী আক্তার নামের এক অপরিচিত নারী সারা দিন তাঁদের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করে। পরে সন্ধ্যায় কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান আরো জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজীপুরে গেছে। পরে গাজীপুর র্যাব-১-এর সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।