হাওর বার্তা ডেস্কঃ বৃষ্টির পর রোদ উঠলে আকাশে ফুটে ওঠে রংধনু। মালদ্বীপে একটু ব্যতিক্রমী ঘটনা দেখা গেল। বিনা বৃষ্টিতেই সেখানে রংধনুর দেখা মিললো! সৌজন্যে সানি লিওনের পোশাক।
সপরিবার মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সানি। প্রতি মুহূর্তের আপডেট ফুটে উঠছে তার টুইটারে। বিভিন্ন রূপে নিজের ছবি পোস্ট করে অনুরাগীদের মাতিয়ে রাখছেন। সোমবার রংধনু রঙে নিজেকে অনুরাগীদের সামনে তুলে ধরলেন সানি। পিছনে উন্মুক্ত আকাশ। সামনে সানি সত্যিই যেন রংধনুর মতো একরাশ রঙে ভরিয়ে তুললেন অনুরাগীদের মন।
ওই ছবিতে দেখা যাচ্ছে, গোড়ালি পর্যন্ত বিস্তৃত বাঁ কাঁধ কাটা রংধনু রঙের একটি পোশাক পরে দাঁড়িয়ে সানি। তার চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ। ছবির ক্যাপশনে লিখেছেন, দ্বীপে ঘুরে বেড়ানোর আদর্শ পোশাক।
বেশ কয়েক দিন ধরেই মালদ্বীপে রয়েছেন সানি। কখনো সমুদ্রসৈকতে বালির উপর শুয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে, কখনো বিশালাকার ম্যাকাও পাখি কাঁধে বসিয়ে উপভোগ করেছেন। স্বামী ড্যানিয়েলের সঙ্গে নৈশভোজের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।