হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী উজ্জ্বল মিয়াকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ১৪ কেজি গাজাসহ তাকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
উজ্জ্বল মিয়া হবিগঞ্জের মাধবপুরের আব্দুল আজিজের ছেলে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।