হাওর বার্তা ডেস্কঃ কারও প্ররোচনা নয়, আইন ও শরিয়া সম্মতভাবে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু এই বিয়ে নিয়ে কারও প্ররোচনায় সমালোচনা করবেন না। গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান নাসিরের স্ত্রী তামিমা তাম্মি। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন করে এ আহ্বান জানান তামিমা তাম্মি। তামিমা তাম্মি নামে এক নারীকে বিয়ে করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন।
২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। তামিমা তাম্মি বলেন, উনি (রাকিব) যা যা বলেছেন, তা একটি চক্রের ষড়যন্ত্র করে করছেন। ফেক ফেসবুক আইডি করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। নাসিরের ফেসবুক ভেরিফাইড পেজ। ভেরিফাইড পেজ সবকিছু আলোচনা করা হবে। আমাদের যদি কোন ত্রুটি থাকে তা ভেরিফাইড পেজের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। দয়া করে কারও কথা শুনে খবর প্রকাশ করবেন না।