হাওর বার্তা ডেস্কঃ বিয়ের পর প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে রোববার রানিং করেছেন তিনি।
এদিকে ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, খুলনার শেখ নাসের ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলন শুরু করেছিলেন দশজন। সপ্তম দিনের মাথায় তাদের সাথে আরও যুক্ত হয়েছেন তিনজন।
মিরপুর শেরে বাংলায় মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলামের সঙ্গে যোগ দেন দুই পেসার তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।