হাওর বার্তা ডেস্কঃ তামিলনাড়ুতে কিংবদন্তি তারকা কমল হাসানের সিনেমা ‘ইন্ডিয়ান ২’ এর শুটিংয়ের সময় ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও নয়জন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অদূরে ইভিপি ফিল্ম সিটিতে এ দুর্ঘটনা ঘটে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, শুটিংয়ের সেটে তারা ক্রেনে বক্সের মতো কিছুতে থেকে লাইটিংয়ের কাজ করছিলেন। আকস্মিক ক্রেনটি ভেঙে পড়লে এই মর্মান্তিক প্রাণহানি ঘটে।
১৯৯৬ সালের বহুল আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান’র সিক্যুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘ইন্ডিয়ান ২’। থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করছেন ‘নায়ক’, ‘শিবাজী দ্য ব্যস’, ‘২.০’ খ্যাত নির্মাতা শঙ্কর। তিনি নিজেও এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় কমল হাসান পাশেই আরেকটি লোকেশনে ছিলেন। খবর পেয়ে তিনি দুর্ঘটনাস্থলে ছুটে আসেন।