ঢাকা ১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাস গড়া হালান্দে ম্লান নেইমার-এমবাপ্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপ সেরা মঞ্চে সুপারস্টার নেইমার-এমবাপ্পেকে ম্লান করে দিলেন আরলিং ব্রট হালান্দ। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের অভিষেকেই উড়িয়ে দিলেন জায়ান্ট দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। মঙ্গলবার শেষ  ষোলোর প্রথম লেগে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করেন নরওয়ের ১৯ বছর বয়সী স্ট্রাইকার হালান্দ। ডর্টমুন্ড কুড়ায় ২-১ গোলের জয়। হালান্দই ডর্টমুন্ডের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি বুন্দেসলিগা, ডিএফবি পোকাল (জার্মান কাপ) ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের অভিষেকে গোল করলেন। ম্যাচসেরার পুরস্কার জেতা হালান্দ বলেন, ‘ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত। তবে আমাকে আরো পরিশ্রম করতে হবে, আরো ভালো খেলতে হবে। এ ফল বিপজ্জনক।

পিএসজি অনেক শক্তিশালী দল। তারা ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে উতরে যেতে পারে।’
ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো ডর্টমুন্ড। তবে ডিবক্সে ঢুকে ইংলিশ মিডফিল্ডার জেডন সানচোর নেওয়া কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস। আট মিনিট পর আরেকটি ভালো সুযোগ পেয়ে জোরালো শটে পাশের জাল কাঁপান জানুয়ারির দলবদলে ডর্টমুন্ডে আসা হালান্দ। ৬৯তম মিনিটে সাফল্যের দেখা পায় ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলা ডর্টমুন্ড। গেরেইরোর শট প্রতিপক্ষের পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান হালান্দ। ঠান্ডা মাথায় আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের এই স্ট্রাইকার। ৭৫তম মিনিটে খেলার ধারার বিপরীতে সমতায় ফেরে পিএসজি। গোলটির কারিগর এমবাপে। দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে ফরাসি ফরোয়ার্ডের বাড়ানো বল গোলমুখে পেয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পিএসজির স্বস্তি দুই মিনিটও স্থায়ী হয়নি। ২২ গজ দূর থেকে বুলেট গতির শটে ডর্টমুন্ডকে আবারো এগিয়ে নেন ১৯ বছর বয়সী হালান্দ। ডর্টমুন্ডের হয়ে ৭ ম্যাচে তার গোল হলো ১১টি। আর ইউরোপ সেরার মঞ্চে ৭ ম্যাচে করলেন ১০ গোল। এর মধ্যে ৮ গোল সালজবুর্গের হয়ে। আসরের ইতিহাসে দ্রুততম দুই অঙ্কের গোলের রেকর্ড এটি। বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কির সঙ্গে যুগ্মভাবে আসরের গোলদাতার তালিকার শীর্ষে হালান্দ। সবমিলিয়ে চলতি মৌসুমে ৩৯ গোল করেছেন তিনি।
আগামী ১২ই মার্চ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফিরতি লেগের লড়াইয়ে নামবে পিএসজি। পরিসংখ্যান পিএসজির বিপক্ষে। বরুশিয়া ডর্টমুন্ড তাদের শেষ চারটি চ্যাম্পিয়ন্স লীগ নকআউট পর্ব উতরে যায় প্রথম লেগ জয়ের পর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইতিহাস গড়া হালান্দে ম্লান নেইমার-এমবাপ্পে

আপডেট টাইম : ১০:৩৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপ সেরা মঞ্চে সুপারস্টার নেইমার-এমবাপ্পেকে ম্লান করে দিলেন আরলিং ব্রট হালান্দ। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের অভিষেকেই উড়িয়ে দিলেন জায়ান্ট দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। মঙ্গলবার শেষ  ষোলোর প্রথম লেগে ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করেন নরওয়ের ১৯ বছর বয়সী স্ট্রাইকার হালান্দ। ডর্টমুন্ড কুড়ায় ২-১ গোলের জয়। হালান্দই ডর্টমুন্ডের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি বুন্দেসলিগা, ডিএফবি পোকাল (জার্মান কাপ) ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের অভিষেকে গোল করলেন। ম্যাচসেরার পুরস্কার জেতা হালান্দ বলেন, ‘ম্যান অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়ে আমি আনন্দিত। তবে আমাকে আরো পরিশ্রম করতে হবে, আরো ভালো খেলতে হবে। এ ফল বিপজ্জনক।

পিএসজি অনেক শক্তিশালী দল। তারা ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে উতরে যেতে পারে।’
ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে ২৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো ডর্টমুন্ড। তবে ডিবক্সে ঢুকে ইংলিশ মিডফিল্ডার জেডন সানচোর নেওয়া কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক কেইলর নাভাস। আট মিনিট পর আরেকটি ভালো সুযোগ পেয়ে জোরালো শটে পাশের জাল কাঁপান জানুয়ারির দলবদলে ডর্টমুন্ডে আসা হালান্দ। ৬৯তম মিনিটে সাফল্যের দেখা পায় ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলা ডর্টমুন্ড। গেরেইরোর শট প্রতিপক্ষের পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান হালান্দ। ঠান্ডা মাথায় আলতো টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের এই স্ট্রাইকার। ৭৫তম মিনিটে খেলার ধারার বিপরীতে সমতায় ফেরে পিএসজি। গোলটির কারিগর এমবাপে। দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে ফরাসি ফরোয়ার্ডের বাড়ানো বল গোলমুখে পেয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পিএসজির স্বস্তি দুই মিনিটও স্থায়ী হয়নি। ২২ গজ দূর থেকে বুলেট গতির শটে ডর্টমুন্ডকে আবারো এগিয়ে নেন ১৯ বছর বয়সী হালান্দ। ডর্টমুন্ডের হয়ে ৭ ম্যাচে তার গোল হলো ১১টি। আর ইউরোপ সেরার মঞ্চে ৭ ম্যাচে করলেন ১০ গোল। এর মধ্যে ৮ গোল সালজবুর্গের হয়ে। আসরের ইতিহাসে দ্রুততম দুই অঙ্কের গোলের রেকর্ড এটি। বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কির সঙ্গে যুগ্মভাবে আসরের গোলদাতার তালিকার শীর্ষে হালান্দ। সবমিলিয়ে চলতি মৌসুমে ৩৯ গোল করেছেন তিনি।
আগামী ১২ই মার্চ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফিরতি লেগের লড়াইয়ে নামবে পিএসজি। পরিসংখ্যান পিএসজির বিপক্ষে। বরুশিয়া ডর্টমুন্ড তাদের শেষ চারটি চ্যাম্পিয়ন্স লীগ নকআউট পর্ব উতরে যায় প্রথম লেগ জয়ের পর।