আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়েন। আবার অনেকেই আছেন যারা রাতের খাবার খাওয়ার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন। আবার অনেকেই হাঁটাহাঁটি করেন। যে যা-ই করুন না কেন সবাই কিন্তু এক সময় ঘুমাতে যায়। তাই ঘুমের আগে আমাদের প্রিয় নবী রাসূল (সা.) কোন দোয়াটি পাঠ করতেন মুসলমান হিসেবে তা আমাদের সবারই জানা দরকার। আরবি হাদিস وَعَنْ أَنَسٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «اَلحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لاَ كَافِيَ لَهُ وَلاَ مُؤْوِيَ» . رواه مسلم বাংলা অনুবাদ আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন এই দোয়া পড়তেন- আলহামদু লিল্লা-হিল্লাযী আত্আমানা অ সাক্বা-না অকাফা-না অ আ-ওয়া-না, ফাকাম মিম্মাল লা কা-ফিয়া লাহু অলা মুবীয়া। অর্থাৎ সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদের পানাহার করিয়েছেন, তিনি আমাদের জন্য যথেষ্ট হয়েছেন এবং আশ্রয় দিয়েছেন। অথচ কত এমন লোক আছেন যাদের যথেষ্ট-কারী ও আশ্রয়দাতা নেই। (মুসলিম ২৭১৫, তিরমিযি ৩৩৯৬, আবু দাউদ ৫০৫৩, আহমদ ১২১৪২, ১২৩০১, ১৩২৪১)
সংবাদ শিরোনাম
ঘুমানোর আগে মহানবী (সা.) যে দোয়াটি পড়তেন
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০১৫
- ৩৩৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ