হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী উর্বশী রাউতেলা বলিউডে পা রেখেই আইটেম নম্বরে যে জ্বালাময় আবিভার্ব দেখিয়েছেন, তাতে আসমুদ্র হিমাচল তার ভক্ত হয়ে গেছে। নিজের ভক্তদের পছন্দের কথা মাথায় রেখে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন উর্বশী।
উর্বশী রাউতেলার লাস্য-গ্ল্যামার সব ছবি নিয়ে এক বাক্যে বলতে হয়-‘জাস্ট টু হট টু হ্যান্ডেল।’ তবে উর্বশীর সব হট ছবিকে টেক্কা দিয়েছে তার লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্ট। একেবারে নিজের গোসলের ছবি দিয়ে দিলেন লাস্য সুন্দরী।
হালকা গোলাপি রঙের অন্তর্বাসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে উর্বশী। শরীর দিয়ে চুঁইয়ে পড়ছে পানি। ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক। মুহুর্তেই ভাইরাল হয়ে গেছেন দীর্ঘদেহী নায়িকা।