সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ড. কামাল

হাওর বার্তা ডেস্কঃ ব্যক্তিগত কাজ ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামা সভাপতি ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গণফোরামের রফিকুল ইসলাম পথিক এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ড. কামাল হোসেন সরাসরি বেইলি রোডের বাসায় চলে যান। এদিকে, সংসদ সদস্য হিসেবে দুই নেতার শপথ নেয়ার সিদ্ধান্তে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামে অস্থিরতা চলছে।

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী দুই নেতা— সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান বলছেন, তারা শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক। যে কোনো সময়ে শপথ নিবেন। তবে, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাফ জানিয়ে দিয়েছেন, তারা আগের সিদ্ধান্তেই বহাল রয়েছেন। ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী শপথ নিবেন না।

ধারণা করা হচ্ছে, আজকালের মধ্যে ড. কামাল হোসেন নেতাদের সঙ্গে বৈঠক করে দু’জনের শপথের বিষয়ে গণফোরামের অবস্থান স্পষ্ট করবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর