পদোন্নতি পাওয়া পর যা বললেন নতুন স্বাস্থ্যমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ পদোন্নতি পাওয়া নতুন স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য সুরক্ষায় আইন পাস করবে। এবং দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল করা হবে। আজ মঙ্গলবার (৮ জানুয়ারী) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতো দ্রুত সম্ভব দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সব মেডিকেল কলেজের কাজ শেষ করা হবে। সেই সঙ্গে ১০ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, জেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে কিডনি বিভাগ করা হবে। গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর