হাওর বার্তা ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। শনিবার সকালে ফিলিপাইনের মিন্দানাওতে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মিন্দানাও দক্ষিণ ফিলিপাইন দীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া যেকোনো সময়ে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্র তীরবর্তী উপকূল এলাকা থেকে প্রায় ৩০০ কিমি দূর পর্যন্ত সমুদ্রের পানি ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আবহাওয়া দপ্তেরের সূত্রে জানা গেছে, যেকোনো সময় আছড়ে পড়তে পারে এই সুনামি। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ফিলিপাইনের এই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সুনামির ধ্বংস্তুপে পরিণত হওয়ায় ইন্দোনেশিয়ায়। সম্প্রতি একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আকস্মিক সুনামি আঘাত হানে। এতে চার শতাধিক লোক নিহত এবং বহু হতাহত হয়। উপকূল কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এখানো সেখানে সুনামির আশঙ্কা রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়াতে ভূমিকম্প বা সুনামির সতর্কতা জারি করা না হলেও স্থানীয় মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।